Welcome to the Diary Of Selfish where poets are not poets
এই যানযটের কারাগারে আজ আমি আটকে আছি রুদ্ধ স্বাসে ছাড়বে সে কবে তা নেই জানা রোগীর আর্তনাদ রমণীর রাগ
নীল শাড়িতে এক নারী সামনে আছে পানি মৃদু ঝোড়ো হাওয়া বইছে গাছের পাতা নড়ছে শুকনো পাতাগুলো উড়ে এসে যেনো গালিচা বানাচ্ছে দিগন্ত রেখার দিকে তাকিয়ে দুজন হঠাৎ করে চোখটা এক পলকের জন্য পাশে থাকে রমণীর উড়ো কেশের দিকে যাচ্ছে কি সে মায়ায় মায়াবতী নীল আবিরে রাঙা সে নীলাঞ্জনা
চাইলেই সব করা যায় না চাইলেই সব বলা যায় না চাইলেই সব পাওয়া যায় না যা জানি পাবো না তার দিকে না ই হাতটা বাড়ালাম দেখেয় তৃপ্তিটা না হয় জুড়ালাম হাওয়া বদলের এই দিনে সবার ভাগ্য বদলায় না জানি যখন, আমি তোমায় আর পাবো না তাই মনে রেখে সব, তোমায় আর চাবো না পুষ্প তুমি গাছেয় সুন্দর মন চাই কাছে পেতে তোমায় কিন্তু এ হৃদয় জানে আসবে যাবে এ হাতের সীমানায় কবে না তব তুমি আমার তাই মবে করি এই সংকল্প থাকো তুমি এ হৃদয় মাঝে যতখন আছে প্রাণ এ হিয়ার মাঝে।। ---- -- -- -- -- কবিতার লজ্জা
কল্পনায় তুমি মস্তিষ্কে তুমি চারিদিকে শুধু তুমি আর তুমি যেন শিরায় উপশিরায় তুমি ভু্লতে চাইলে মনে পড়ে ততবার যতবার এ মন চায় ভুলতে তাই ভেবে ভুলে গেছি ভোলার ই কথা তবু কেন তুমি যাচ্ছ না এ এক অসহ্য যন্ত্রণা কল্পনায় কেন ! তুমি চোখ খুললেই নেই থাকা উচিত ও না তুমি থাকতে পার না আমি থাকতে দেব না না থাকতে দিতে পারি না পারলে মস্তকটা ছিন্ন করে ফেলি না পারছি না যাচ্ছ না কেন এ কানে কেন তোমার ধ্বনি তুমি নেই না থাকতে পার না কানটাকে কী করি! বাকরুদ্ধই হয়ে গেলাম আর জোরে কথা বলব না রাগ করব না কোন কথা বলব না তোমার সাথে আমি আর পারছি না দয়া করে যাও কান থেকে চলে যাও এ আজ সুর নয় এ বিষ মস্তিষ্ক এবার খেলা বন্দ্ধ কর এ হয় না মনের মাঝে অনিচ্ছায় গড়ে ওঠা এ অনুভূতি না আমি তাকে বলতে পারি না এ হতে পারে না এ সম্ভব না চাইলেই সব হয় না সব বলা যায় না না সেটাও না বন্দ্ধ কর বাকশক্তি সামান্য সময় হারিয়েও তোমার বুদ্ধি হয় নি এ বুকে হ্রদয় বলে কিছুনেই তোমাকে আগলে রাখার কোন জায়গা নেই যাও তুমি চলে যাও শুনতে চাইলেও চাই না আর দেখতে চাইলে চাই না আর কান থেকছ মাথা থেকে কল্পনা থেকে চলে যাও মস্তিষ্ক ওকে আসতে দিও না আমি আর পারছিনা থাকতে ... ছাড়া তবুও তুমি চলে যাও যাচ্ছ না কেন? -- -- -- -- ---- -- -- -- -- কবিতার লজ্জা