Welcome to the Diary Of Selfish where poets are not poets
আজ ঠোটে নেই কোন গীতিকাব্য মনে নেয় কোন কথার পর কথার মিল আছে কিছু জোড়া লাগানো সুর কিছু ভিন্নভাষী গানের কলি আর কানে আছে বজ্রধ্বনি আকাশ আজ যেন কিছু বলছে বৃষ্টির জলে কি যেন বোঝাচ্ছে নেই কি তার মনে প্রশান্তি তবে কি সে হবে......
ফাসিয়াছি সেদিন যেদিন মানব কাননে কোন যে জ্ঞানে কোন মননে করুনাময়কে দিয়াছি প্রত্যয় যাইবো ধরাতে তোমারই প্রার্থনায় তোমারই নিয়মে বিলাইবো জীবন তোমারই আশায় ধারা এসে আমি হয়ে গেছি পাজি সেই জ্ঞান সেই মন হারায়েছি কোথায় বারবারে তবু চায় দাও প্রভু আমায়
ভাবিতে লাগে ভয় ফেসেই না কবে যায় ফাসি নিতো স্বাদে সবই কি হয় নাকি আহ্লাদে