Diary Of Selfish

Welcome to the Diary Of Selfish where poets are not poets

যাচ্ছ না কেন?

কল্পনায় তুমি
মস্তিষ্কে তুমি
চারিদিকে শুধু তুমি আর তুমি
যেন শিরায় উপশিরায় তুমি
ভু্লতে চাইলে
মনে পড়ে ততবার
যতবার এ মন চায় ভুলতে
তাই ভেবে ভুলে গেছি
ভোলার‌ ই কথা
তবু কেন তুমি যাচ্ছ না
এ এক অসহ্য যন্ত্রণা
কল্পনায় কেন ! তুমি

চোখ খুল‌লেই নেই
থাকা উচিত ও না
তুমি থাকতে পার না
আমি থাকতে দেব না
না থাকতে দিতে পারি না
পারলে মস্তকটা ছিন্ন করে ফেলি
না পারছি না

যাচ্ছ না কেন
এ কানে কেন তোমার ধ্বনি
তুমি নেই
না থাকতে পার না
কানটাকে কী করি!
বাকরুদ্ধ‌ই হয়ে গেলাম
আর জোরে কথা বলব না
রাগ করব না
কোন কথা বলব না তোমার সাথে
আমি আর পারছি না
দয়া করে যাও
কান থেকে চলে যাও
এ আজ সুর নয়‌ এ বিষ

মস্তিষ্ক এবার খেলা বন্দ্ধ কর
এ হয় না
মনের মাঝে অনিচ্ছায় গড়ে ওঠা
এ অনুভূতি
না আমি তাকে বলতে পারি না
এ হতে পারে না
এ সম্ভব না

চাইলেই সব হয় না

সব বলা যায় না
না সেটাও না
বন্দ্ধ কর
বাকশক্তি সামান্য সময় হারিয়েও
তোমার বুদ্ধি হয় নি
এ বুকে হ্রদয় বলে কিছুনেই
তোমাকে আগলে রাখার
কোন জায়গা নেই
যাও তুমি চলে যাও
শুনতে চাইলেও চাই না আর
দেখতে চাইলে চাই না আর
কান থেকছ
মাথা থেকে
কল্পনা থেকে
চলে যাও
মস্তিষ্ক ওকে আসতে দিও না
আমি আর পারছিনা থাকতে ... ছাড়া

তবুও তুমি চলে যাও
যাচ্ছ না কেন?


-- -- -- -- ---- -- -- -- -- কবিতার লজ্জা


Popular Poets

  • The Laughing Heart (Edited)

    your life is your life
    don’t let it be clubbed into dank submission.
    be on the watch.

  • অগোছালো লাইন - জানি না কত(৩)

    ভাবিতে লাগে ভয়
    ফেসেই না কবে যায়

  • চাইলেই ...

    চাইলেই সব করা যায় না
    চাইলেই সব বলা যায় না


-->